চীনের সড়কে রাক্ষুসে গর্ত, গিলে খেল আস্ত বাস; নিহত ৬

প্রকাশিত

হঠাৎ করেই চীনের রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়ে গিলে নিলো একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৬ জন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাসটি সড়ক ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে। সড়কটি ভাঙার পর প্রায় ১০ মিটার ব্যসের একটি গর্ত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটি এখনো জানা যায়নি। এদিকে বাসটি উদ্ধার করতে গিয়েও অনেকে আহত হয়ছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আপনার মতামত জানান