গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি আটক
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2020/04/IMG_20200415_123210-600x300-1-e1586934733442.jpg)
সোনারগাঁ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত আবুবকরকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া বাসিন্দা মোঃ নজরুল কে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর কারণে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়,অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আপনার মতামত জানান