ক্রিকেটে চাঙ্গা সোনারগাঁ
সোনারগাঁ উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে গত ২২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মেহেদী হাসান মিরাজের উদ্বোধন অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়েছে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ গ্রহন করছে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৬টি দল।
সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে খেলা উপভোগ করতে আসা হাজারো মানুষের উৎসবমূখর উপস্থিতি এবং তারকা খেলোয়ারদের অংশগ্রহন প্রাণবন্ত করেছে সোনারগাঁয়ের যুবসমাজকে।
সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, প্রথম পর্বের শেষ খেলায় অংশগ্রহন করছে কাঁচপুর নাইট রাইটাস এবং পিরোজপুর পাইরেটস অব মেঘনা। ১৬ ওভারের হাইস্কোরিং এ ম্যাচে পিরোজপুর পাইরেটস অব মেঘনার ২৯৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করছে কাঁচপুর নাইট রাইটাস। দর্শক মাতানো শ্বাসরুদ্ধকর খেলায় খেলায় কাঁচপুর নাইট রাইটার্সকে ২৯ রানে হারিয়ে শেষ হাসি হাসেন পিরোজপুর পাইরেটস অব মেঘনা দলের খেলোয়াড় ও সমর্থকরা।
সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম পর্বের শেষ খেলায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান, সোনারগাঁয়ের ক্রিকেটাঙ্গনে ছক্কা মাসুম হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দল পাইরেটস অব মেঘনা, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়াম্যান বাবুল ওমর বাবুর দল কাঁচপুর নাইট রাইর্টাস অংশ নেন। খেলায় বিভিন্ন দলের পক্ষে অংশগ্রহন করে দর্শক মাতাচ্ছেন সাব্বির আহমেদ, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানি, রনি তালুকদার, সামসুর রহমান শুভ’র মতো তারকা খেলোয়াররা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সোনারগাঁয়ের ক্রিকেটাঙ্গনে ছক্কা মাসুম হিসেবে পরিচিত পাইরেটস অব মেঘনা দলের কর্নধার ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, খেলায় কে জিতল কে হারল তা বড় কথা নয় আমাদের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা। দর্শকদের উপস্তিতি দেখে মনে আমাদের এ আয়োজন কিছুটা হলেও স্বার্থক হয়েছে।
সোনারগাঁ ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, করোনাকালীন সময়ে ঘরবন্দী মানুষের বিষন্নতা এবং যুব সমাজকে মাদকের কড়ালগ্রাস থেকে ফিরিয়ে আনতে মাদক ছাড়ো কলম ধর শ্লোগান নিয়ে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় দর্শকদের উজ্জীবিত উপস্থিতি আমাদের কল্পনাকে হার মানিয়েছে। এত দর্শক হবে তা কখনো ভাবিনি। শিক্ষা, বিনোদন ও খেলাকে সমান্তরালে চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, শিক্ষা, বিনোদন ও খেলাধুলাকে সোনারগাঁয়ের মানুষের গর্বের জায়গায় পৌছে দিতে আমি সারাক্ষন চেষ্টা করছি। যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে সোনারগাঁ ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও আতিকুল ইসলাম এবং সাধারন সম্পাদক আবু নাঈম ইকবালের নের্তৃত্বে প্রানান্তর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত জানান