ক্যাশ সার্ভার থাকছে আরও পাঁচ মাস

প্রকাশিত

গ্রাহক দুর্ভোগের কথা বিবেচনায় ক্যাশ সার্ভার প্রত্যাহারের সময় পাঁচ মাস বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব আইএসপি তাদের নেটওয়ার্কে ক্যাশ সার্ভার রাখতে পারবে। তবে ওই সময় শেষে সাত দিনের মধ্যে ন্যাশনওয়াইড আইএসপি ছাড়া অন্যান্য সব আইএসপি অপারেটর প্রান্তে স্থাপিত ক্যাশ সার্ভার প্রত্যাহার করে তা নিশ্চিত করতে হবে। ২৭ জুলাই পূর্বের নির্দেশনা বাতিল করে নতুন এই প্রজ্ঞাপন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে ১ ফেব্রুয়ারি ৬ মাসের সময় দিয়ে আইএসপিগুলোর মধ্যে শুধু নেশনওয়াইড আইএসপি ছাড়া অন্যরা (বিভাগীয়, জেলা ও থানা পর্যায়) ক্যাশ সার্ভার রাখতে পারবে না বলে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। নির্দেশনা বাস্তবায়নে তখন আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বিটিআরসির ওই নির্দেশনার বিপরীতে আইএসপিএবির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যানের কাছে সব আইএসপিকে সমান সুযোগ (ক্যাশ সার্ভার রাখার) দেওয়ার আবেদন জানায়। এখন যেভাবে আছে সেভাবেই সবার জন্য সমান সুযোগ রাখার কথাও বলেন তারা।

আপনার মতামত জানান