কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন প্রয়াত

প্রকাশিত

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শেন ওয়ার্ন। বয়স হয়েছিল ৫২ বছর। বিশ্বের কিংবদন্তী বোলারদের মধ্যে ওয়ার্ন একজন ছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে একথা জানিয়েছে। বলা হয়েছে, এই কিংবদন্তী ক্রিকেটার থাইল্যান্ডের কোহ সামুই এলাকায় ছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

ওয়ার্নের সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “শেন ওয়ার্ন থাইল্যান্ডে একটি ভিলায় ছিলেন। তাঁর ঘরে বহুবার ডাকাডাকির পরেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরই চিকিৎসকদের ডাকা হয়। তাঁরা চেষ্টা করলেও শেষপর্যন্ত আর কোনও লাভ হয়নি। ওয়ার্নকে আর বাঁচানো যায়নি।”

ওয়ার্ন মোট ১৪৫টি টেস্ট ম্যাচ এবং ১৯৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেন। তিনি তাঁর বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে মোট ১,০০১ উইকেট শিকার করেছেন তিনি।

আপনার মতামত জানান