কায়সার হাসনাতের বক্তব্য, জাতীয় পার্টির প্রতিবাদ

প্রকাশিত

রয়েল রির্সোটের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির বাড়িতে ভাংচুরের প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা পার্টি অফিসের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার বলেন, হেফাজত ইসলামের কর্মীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত ও জাতীয় পার্টি সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা চালিয়ে পার্টি অফিস ভাংচুর চালিয়েছে।

কায়সার হাসনাতের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি। সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ ও সাধারণ সম্পাদক আবু নাঈম স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদে তারা উল্লেখ করেন গত শনিবার (০৩ এপ্রিল) সােনারগা রয়েল রিসাের্টে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে সংগঠিত ঘটনার পরবর্তীতে আওয়ামীলীগের প্রতিবাদ সভায় নারায়ণগ -৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ হাসনাত সােনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বানোয়াট, কল্পনা প্রসুত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণােদিত। আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের এই বক্তব্যের মধ্যে সামান্যতম সত্যতা নেই।

প্রতিবাদে তারা আরো বলেন, নারায়ণগঞ্জ -৩ আসন হতে টানা দু’বার নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খােকার নির্দেশনায় সােনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সর্বদাই সন্ত্রাস , জঙ্গিবাদ, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জিরাে টলারেন্স নীতি গ্রহণ ও কার্যকর করে আসছেন। আব্দুল্লাহ – আল কায়সার হাসনাত গত নির্বাচনে মহাজোট মনােনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে না পারায় ঈর্ষাম্বিত হয়ে রাজনৈতিক ভাবে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিমূলক সম্পূর্ণ অসত্য ও বানােয়াট বক্তব্য দেন। কায়সার হাসনাতের বক্তব্য এ প্রত্যাহার করে সােনারগাঁ উপজেলা জাতীয় পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মতামত জানান