কানামাছিতে মজেছে সোনারগাঁবাসী

প্রকাশিত

সোনারগাঁ উপজেলা পরিষদের শূন্যপদে বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভূঁইয়া। চেয়াম্যান নির্বাচিত হওয়ায় পর থেকে তাঁর আশপাশে অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের আস্ফালন দেখে তাঁর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় তিনি অন্ধসেঁজে হাড়িভাঙ্গা খেলায় মশগুল। এ ছবি দিয়ে সোনারগাঁয়ের প্রথম আলোর সাংবাদিক মনিরুজ্জামান একটি পোষ্ট দিয়েছেন। এ পোষ্টই এখন টক অব দ্যা সোনারগাঁ। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধা ও সাধারন মানুষের ভাবনায় এখন আগামী দিনের আওয়ামী লীগ নিয়ে। সবার প্রশ্ন একটাই আগামী দিনে আওয়ামী লীগ কি ধ্বংসের পথে হাটবে নাকি হবে উজ্জীবিত। তা নির্ভর করে আওয়ামী লীগের একমাত্র জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দূরদৃষ্টি ও দলীয় মনোভাবের উপর। তাই পোষ্টের নিচে ত্যাগী ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মীরা নানা কমেন্ট দিচ্ছেন।


মনিরুজ্জামানের পোষ্টটি হুবহু তুলে ধরা হলোঃ-
সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল ইসলাম ভুঁইয়ার চোখ বেঁধে হাতে লাঠি তুলে দিয়েছিলেন সোনারগাঁয়ের ইউএনও আতিকুল ইসলাম! দৃশ্যটি মুগ্ধ হয়ে উপভোগ করছেন জাতীয় পার্টির দলীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। চলতি বছরের কোন এক সময়ে পদ্মা নদীতে নৌ-ভ্রমনে গিয়ে হাঁড়ি ভাঙ্গা খেলায় মেতেছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক প্রবীন এ নেতা। শুনেছি তিনি হাঁড়ি ভেঙ্গে তার লক্ষ্যমাত্রায় পৌঁছেছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেকেই তাকে হাঁড়ি ভাঙ্গা খেলার মতো তার চোখ বন্ধ করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চেষ্টা করবে। খেলা আর বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। চিরন্তন এ সত্য উপলব্ধি করে সোনারগাঁয়ের উন্নয়ন, সুশাসন, শিক্ষাকে এগিয়ে নিতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দীর্ঘ সময় ধরে একাধিকভাবে বিভক্ত আওয়ামী লীগকে সংগঠিত করে দলের ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন, শক্ত হাতে দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত করতে হবে। গত কয়েক দিন ধরে লক্ষ্য করছি দলে অনুপ্রবেশকারীদের ধাক্কায় ত্যাগীরা কোনঠাসা হয়ে পড়ার উপক্রম হয়েছে।

সর্বশেষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই-
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।

অভিনন্দন নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল ইসলাম ভুঁইয়া।
সুস্থ্য থাকুন, ভালো থাকুন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে যতো কমেন্টস তার কয়েকটি হুবহু তুলে ধরা হলো

• জাকির হোসেন মেম্বার
ভাইজান সময় উপযোগী একটি পোস্ট করেছেন,আপনার লেখার বাচন ভঙ্গি খুবই মূল্যবান শতভাগ সত্য,দেখা যাক আগামী দিনগুলোতে সোনারগাঁও আওয়ামী কর্মীদের ভাগ্যে কি আছে,মূল্যবান একটি পোষ্ট করার জন্য অন্তরের অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ

• Kasem Mahamud A
ভাই খুব ভালো লাগলো সঠীক সত্য কথা গুলো বলার জন্য ধন্যবাধ ভাই আপনাকে
শুভ কামনা
রইলো আপনার জন্য
• Mohammad R Hossain
সোনারগাঁওয়ে এত বড় বড় নেতা আছে, কপাল খারাপ শুধু মনের মত এমপি নাই
সবই তার ইশারা।

Abu Hanif
এমন কঠিন সত্য সবার লেখার তৌফিক নাই।বস্তুনিষ্ঠ সংবাদ সবাই যদি আপনার মতো লিখতে পারতো!হায় আফসোস।

মোঃ মজিবুর রহমান প্রধান
ভাই , হাড়ি ভাঙ্গগক ক্ষতি নাই কারও মাথা আর মন যেন না ভাঙ্গে প্রয়োজনে চোখের বাধন খুলে দেওয়া হউক তৃণমুলের দাবি কারন সে আমাদের নৌকা মার্কা চেয়ারম্যান

• Rezwanul Haque Tito
এ হাড়িতো ভাংলনা,তৃনমূলের ত্যাগি কর্মীর মাথা ভেংগেছে।

আপনার মতামত জানান