কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে বিটিভিতে হামলা
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশ উত্তাল। গতকাল ঘোষণা করা হয় শাটডাউন কর্মসূচি। আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের রিসেপশন ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জানা গেছে, বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন শিক্ষার্থীরা।
এরপর ভবনের ক্যান্টিন, রিসিপশন এবং ভবনের সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেন তারা।
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধায় গাড়ি সেখানে পৌঁছতে পারেনি। আমরা বিকেল ৩টা থেকে রাস্তায় অবস্থান করার পরও বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে।
পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি আমরা। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে।’
বিটিভির প্রধান প্রকৌশলী মাসুদ ভূইয়া গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করে তারা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়।
পরে রিসিপশনেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে আমরা ডেকেছি, কিন্তু এখনো তারা আসেনি।’
আপনার মতামত জানান