এবারের বাজেটে আইসিটিতে বরাদ্দ ১৭২১ কোটি

প্রকাশিত

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটে আইসিটি বিভাগে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৭২১ কোটি টাকা। গত অর্থবছরে এ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৪১৫ কোটি টাকা। সেই হিসাবে এবারের বাজেটে বরাদ্দ প্রস্তাব ৩০৬ কোটি টাকা বেশি। তবে গেল অর্থবছরে সংশোধিত বাজেটে আইসিটি বিভাগের বরাদ্দ ছিল এক হাজার ৩১ কোটি টাকা। সেই হিসাবে সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের বরাদ্দ প্রস্তাব ৬৯০ কোটি টাকা বেশি। অর্থাৎ গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার আইসিটি খাতে ৬৬ শতাংশ বেশি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

করোনাকালীন দেশের যোগাযোগব্যবস্থা যখন আইসিটি খাতের ওপর সর্বাধিক নির্ভরশীল, তখন এ খাতে অধিক অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন এ খাতের সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সংশোধিত বাজেটে শেষ পর্যন্ত এ বিভাগে কত বরাদ্দ দেওয়া হয়।

সূত্রঃ যুগান্তর

আপনার মতামত জানান