উত্তাল মেঘনায় নৌকাডুবি, ১১ জেলে জীবিত উদ্ধার

প্রকাশিত

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মঙ্গলবার রাতে মেঘনায় ১১ জেলেসহ একটি মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে ফায়াস সার্ভিস বিভাগের কর্মী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, রাতে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মেঘনায় পানি বাড়তে থাকে। এ সময় উত্তাল মেঘনায় ১১ জেলেসহ ওই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে।

এ ছাড়া ঝড়ের তাণ্ডবে মেঘনা নদী ঢেউয়ের তোড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট বিধস্ত হয়। ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঢালচর, কুকরি-মুকরি, মাঝেরচরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী জানান, ঝড়ো বাতাস অব্যাহত থাকায় অনেক স্থানেই ক্ষতি হচ্ছে। মাঠে তাদের টিম কাজ করছে। চরাঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে আনার কাজও চলছে বলে জানান তিনি। সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান