ঈদের সাজে
ঈদের সাজে
ইন্টারনেট ঢুঁড়ে আর ম্যাগাজিনের পাতা ঘেঁটে সাম্প্রতিক সাজপ্রবণতা বের করে ফেলা খুব কঠিন নয়। সঙ্গে চাই ব্যক্তিত্ব আর ব্যক্তিগত পছন্দের মিশেল। সমকালীন সাজের ধারায় উৎসবের রং মিলেমিশে ফুটে উঠবে পারফেক্ট লুক। পারসোনার পরিচালক নুজহাত খানের পরামর্শ তুলে ধরেছেন মারজান ইমু
সতেজ বেইজ
রোদ-বৃষ্টি আর গরমের মেকআপ বেইজ হওয়া চাই সতেজ ও কোমল। যা দেখলেই চোখে আরামদায়ক অনুভূতি জাগবে। প্রথমে ত্বকে গরম পানির ভাপ দিয়ে পরিষ্কার করে পছন্দসই কোনো মাস্ক ব্যবহার করুন। এরপর ফেস রোলার দিয়ে একটু ম্যাসাজ করে নিলে দীর্ঘ সময় সতেজ থাকবে ত্বক। তারপর মেকআপ বেইজ তৈরির পালা। সাজের জন্য ত্বক প্রস্তুতির এই অংশটুকু চাইলে রাতেই সেরে রাখতে পারেন। গরমের মেকআপ বেইজের জন্য হালকা ও লুমিনাস পার্টিকেল দেওয়া ফাউন্ডেশন আর কনসিলার বাছতে হবে। শিশিরসিক্ত সতেজ ভাব তৈরি করতে যথাযথভাবে হাইলাইটারের ব্যবহার গুরুত্বপূর্ণ। কপালের দুইধার থেকে হাইলাইটার ব্রাশ বুলানো শুরু করুন। তারপর নাকের ওপর হয়ে গালের দুই পাশের উঁচু হাড়ের অংশ অবধি গিয়ে শেষ করুন।
দিনের সাজে স্নিগ্ধ
এই সময় রোদের তেজটা খুব বেশি। মেকআপে মাথায় রাখতে হবে এই বিষয়টিও। চেহারার যেসব অংশে সূর্য সহজে স্পর্শিত হয় অর্থাৎ হাই পয়েন্টগুলোতে বুলিয়ে নিন ব্রোঞ্জার। সাজে বাড়তি উষ্ণতা তৈরি হবে। বেজ মেকআপ সেরে ব্রোঞ্জার মাখানো হবে কপালের উঁচু অংশে। তারপর গালের উঁচু হাড় আর নাকের উঁচু অংশটায় বুলিয়ে নিন। অনেকটা ‘ড’-এর মতো করে। সব শেষে হালকাভাবে গালে মাখাতে হবে কোরাল রঙা ব্লাশন। সকালের হালকা সাজে বাড়তি চমক যোগ করতে হালকা পিচ ঘেঁষা আইশ্যাডো মেখে নেওয়া যেতে পারে চোখের পাতাজুড়ে। একেবারে আইব্রাওয়ের নিচ অবধি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া চাই। তারপর দিতে হবে কয়েক কোট মাশকারা। ব্যস, তৈরি ব্রোঞ্জ গডেস লুক।
বিকেলে একটু চমক
ঈদের বিকেলে চেহারায় মন ভালো করে দেওয়া রঙের ছোঁয়া আনতে অনায়াসেই ব্যবহূত হতে পারে গ্লসি প্যাস্টেল শেডগুলো। তবে গ্লস ব্যবহারের আগে কিছু প্রস্তুতি প্রয়োজন। যেমন চোখের পাতায় গ্লসি শ্যাডো ব্যবহার করার আগে অবশ্যই প্রাইমার লাগিয়ে নিতে হবে। এই গরমে ক্রিম বেসড প্রাইমার লাগান। প্রাইমারের ওপর আইশ্যাডো সহজে ব্লেন্ড হবে আর তার উজ্জ্বলতাও থাকবে দীর্ঘ সময়। হাতের কাছে গ্লসি আইশ্যাডো না থাকলে সাধারণ শ্যাডোতেই নিয়ে আসুন গ্লসি লুক। চোখের পাতায় বুলিয়ে নিন অল্প লিপবাম অথবা পেট্রোলিয়াম জেলি। পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গ্লসি আই মেকআপ। চোখের সঙ্গে মিলিয়ে ঠোঁটে মানানসই গ্লসি লিপস্টিক বিকেলের সাজে দেবে পূর্ণতা।
রাতে জমকালো
এবারের ঈদে আই মেকআপ অন্য বছরগুলোর থেকে আলাদা। চোখের সাজের নিরীক্ষা হবে এবার আরো সাহসী। যাদের উজ্জ্বল সব রং পছন্দ, তাদের জন্য সুখবর। খুব সহজে ট্রেন্ড থেকে বাদ যাচ্ছে না কালারফুল আইশ্যাডো। পিঙ্ক, ডিপ গ্রিন, ব্রাইট ইয়েলো এমনকি ডার্ক রেড আইশ্যাডোও থাকতে পারে ঈদের বিউটি বক্সে। এমনকি যুক্ত হতে পারে চোখধাঁধানো নিয়ন রংগুলোও। সাহসী উজ্জ্বলতায় যারা স্বছন্দ নয়, তাদের জন্যও রয়েছে বিকল্প। স্বাভাবিক সুন্দর চোখের সাজে ব্যবহূত হতে পারে প্যাস্টেল পিচ, ব্লু আর ইয়েলোর মতো নরম রংগুলোও। চেহারার নমনীয়তা বজায় রেখে উৎসবে উজ্জ্বল দেখাতে সোনালি রঙের বিভিন্ন শেডই যথেষ্ট। কোমল চোখের সাজে চলতে পারে স্মোকি আই। কিন্তু পুরনো রংগুলোর বদলে কফি আর পার্পেলে তৈরি হোক স্মোকির অন্যতম লুক। উৎসবের রাতে চোখের সঙ্গে ঠোঁটের সাজেও চলতে পারে নিরীক্ষা। সামঞ্জস্যপূর্ণ ন্যুড বা ডার্ক যেকোনো রংই চলতে পারে। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। টিস্যু দিয়ে চেপে বাড়তি লিপবাম মুছে কনসিলার দিয়ে ঠোঁটের চারপাশের অংশ ঢেকে দিন। এরপর ঠোঁটের ঠিক মাঝের অংশে লিপস্টিক মাখিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ঠোঁটে ঠোঁট চেপে বা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করুন। সব শেষে চেহারায় জমকালো লুক আনতে একটু শিমারি হাইলাইটার বুলিয়ে নিন।
আপনার মতামত জানান