ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই

প্রকাশিত

সন্ত্রাসের করাল গ্রাসে গোটা মানবজাতি আজ চরমভাবে জর্জরিত। যতদিন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা যাবে না ততদিন পর্যন্ত সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না। ইসলাম শান্তি, উদার, অসাম্প্রদায়িক ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই।

দিনাজপুর লোকভবন মিলনায়তনে জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখা আয়োজিত ;সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ওলামায়ে কেরামদের ভূমিকা; শীর্ষক আলোচনা সভায় দেশের শীর্ষ আলেম-ওলামাগণ এসব কথা বলেন।

ওলামায়ে কেরামগণ আরও বলেন, ইসলাম কোনোভাবেই উগ্রবাদী ও সন্ত্রাসী তৎপরতাকে স্বীকার করে না। আর মাদরাসায় কোন সন্ত্রাসী ও জঙ্গি তৈরি হয় না। মাদরাসায় মেধাবী ও যোগ্য আলেম তৈরি হয়।

ওলামাগণ বলেন, একটি গোষ্ঠী ইসলাম ও জিহাদের অপব্যাখ্যা দিয়ে সমাজের কিছু অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অপরিণামদর্শী, বিপদগামী লোকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত করেছে।

বক্তারা এসব বিপদগামীদের ভ্রান্ত পথ ছেড়ে সত্যিকারের ইসলামের পথে ফিরে আসার আহবান জানান। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আধিপত্যবাদীদের চক্রান্ত ও আগ্রাসন থেকে দেশ, জাতিকে রক্ষার আহবান জানান।

আপনার মতামত জানান