ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

প্রকাশিত





বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, টুইটার, স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে সরিয়ে এখন বিশ্বের শীর্ষ ধনী ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দীর্ঘদিন পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান হারালেন ইলন মাস্ক। আর প্রথমবারের মতো এই তালিকায় সবার ওপরে উঠল বেজোস।

সোমবার (৪ মার্চ) ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে থেকে এ খবর জানা গেছে। খবর এনডিটিভির।

জানা গেছে, ব্লুমবার্গের হিসাব অনুযায়ী এদিন টেসলার শেয়ারের দরপতন হয় ৭ দশমিক ২ শতাংশ। ফলে ইলন মাস্কের সম্পদ কমে ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে নামে। এদিন বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০২১ সাল থেকেই বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান নিজের দখলে রেখেছিলেন ইলন মাস্ক।

আপনার মতামত জানান