আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গভীর রাতে কি ঘটেছে গাজীপুরে?
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2025/02/inbound7852412559126580004.jpg)
গভীর রাতে কি ঘটছে গাজীপুরে?
গাজীপুরে সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকাস্থ বাড়িতে সমন্বয়ক’রা অগ্নিসংযোগ ও ভাংচুর করতে যাওয়া শিক্ষার্থী সমন্বয়কদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মধ্যরাতে সেখানে থেকে রক্তাক্ত ছাত্ররা নানা ভাবে উদ্ধার পেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে কত জন সেখানে আটকা পড়েছেন এবং তাদের ভাগ্যে কি ঘটেছে বিস্তারিত কিছুই জানা যাচ্ছে না।
তবে রাত একটা থেকে সেনাবাহিনীর গাড়ি সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
অসমর্থিত বিভিন্ন সূত্র জানাচ্ছে, হামলা প্রতিহতকারীদের হাতে অন্তত তিন জন নিহত এবং ১৫/১৬ জন গুরুতর জখম হয়েছে। তাদের কাছে আরো কয়েকজন আটক থাকার কথাও জানা গেছে। কিন্তু নিহত’র সত্যতা নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো লাশ হাসপাতালে পাঠানো হয়নি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শী লাশ দেখার বিষয়েও কিছু বলেননি।
তবে হাসপাতালে আহত শিক্ষার্থীকে নিয়ে আসা এক যুবক জানিয়েছেন, রাত ১১ টার দিকে ডাকাত হানা দিয়েছে এমন খবর দিয়ে ছাত্র সমন্বয়কদের সাহায্য চাওয়া হয়। তার প্রেক্ষিতে একদল শিক্ষার্থী ওই এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা লোকজন তাদের উপর ঝাপিয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, অদূরেই একটি বাড়িতে অবস্থান নিয়ে ছাত্ররা রাত ১১ টা পেরোতেই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হয়। ওই বাড়িতে ছাত্রদের হামলা, ভাংচুর চালানোর নজির রয়েছে। ডাকাত প্রতিহত করতে গিয়ে তারা ভাংচুর চালাবে কেন?
আপনার মতামত জানান