আরও ৫০০ খাল খননের পরিকল্পনা

প্রকাশিত



বন্যার পানি যাতে দ্রুত সরে যায় সেজন্য দেশে ৫০০ খাল খনন কাজ চলছে এবং আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি।

সোমবার বরিশালের সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, ৬৪ জেলায় প্রথম পর্বে ৫০০ খাল খননের কার্যক্রম কার্যক্রম চলছে। ইতিমধ্যে এই প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো প্রকল্প শেষে আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে। মোট এক হাজার খাল খনন কাজ শেষে হলে আগামী ২ বছর পরে বন্যা হলেও পানি দ্রুত সরে যেতে পারবে, এতে ক্ষয়ক্ষতিও কম হবে।

তিনি আরও বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, পানি নেমে যাচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার বরিশালের তালতলি নদীর তীরে বৃক্ষ রোপণের এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ. এম. আমিনুল হক, দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান