আমিরাতে মঙ্গলবার ঈদ ও জামাতের সময়সূচি

প্রকাশিত

সোমবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশ জুড়ে ঈদগাহ ও মসজিদসমূহে ঈদের জামাত সকাল ৫.৪০টা হতে সকাল ৫.৫৫টার মধ্যেই অনুষ্ঠিত হবে। আমিরাতের সংশ্লিষ্ট বিভাগ ঈদ জামাতের সকল প্রস্তুতি সপন্ন করেছে।

ঈদগাহ আর মসজিদগুলোতে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমিরাতে বিভিন্ন দেশের লাখ মুসল্লিদের সঙ্গে আমাদের দেশের হাজার হাজার প্রবাসীরা ঈদের নামাজ আদায় করবে। ইতিমধ্যে ঈদ উপলক্ষে সরকারি সেক্টরে ৯ দিন আর বেসরকারি সেক্টর ৫ দিনের সরকসরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদ উপলক্ষে আবুধাবী, দুবাই, শারজাহর পে পার্কিংগুলো ফ্রি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এ পার্কিংগুলো ফ্রি থাকবে।

আমিরাতের বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময়সূচি : আবুধাবী শহর: ৫.৫০, আল আইন: ৫.৪৪, মদীনা জয়েদ: ৫.৫৫, দুবাই: ৫.৪৫, শারজাহ ৫.৪৫, আজমান: ৫.৪৪, রাস আল খাইমাহ: ৫.৪১, উম্মে আল কোয়াইন: ৫.৪৩ ফুজাইরা: ৫.৪১ মিনিটে।

আপনার মতামত জানান