আবেদনময়ী পোশাকের বিরুদ্ধে জার্মান নারীদের প্রতিবাদ
অলিম্পিক গেমসে আবেদনময়ী পোশাকের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন জার্মানের নারী খেলোয়াড়রা। অলিম্পিকে জিমন্যাস্টিকসহ কয়েকটি ইভেন্টে নারী অ্যাথলেটদের আঁটোসাঁটো পোশাক পরেই পারফর্ম করতে হয়। প্রচলিত এই রীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাল জার্মানের নারী জিমন্যাস্টিক দল।
জাপানের রাজধানী টোকিওতে চলমান অলিম্পিক গেমসে জার্মানের নারী অ্যাথলেটরা যে পোশাক পরে পারফর্ম করেছেন সেই পোশাকটি ছিল পায়ের গোড়ালি পর্যন্ত। অলিম্পিকে নারীদের যৌন আবেদনময়ী পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমন পোশাক পরেন তারা।
এর আগে চলতি বছরের এপ্রিলে ইউরোপীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকেও এমন পোশাক পরে পারফর্ম করে প্রতিবাদ করেছিলেন জার্মানির নারী অ্যাথলেটরা।
জার্মান দলের ২১ বছর বয়সী খেলোয়াড় সারা ভোস জানিয়েছেন, এই পোশাক অলিম্পিকে পরার ব্যাপারে আমাদের আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। গেমসে নামার আগে আমরা সবাই এক সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেই।
আপনার মতামত জানান