আবু হানিফের মানবিকতায় নিরাপদে শিরিনা

প্রকাশিত


শিরিনা (১১) নামের মেয়েটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিল্পাঞ্চল মেঘনাঘাট নিউটাউনে সারাদিন বৃষ্টিবাদলের দিনে কান্নাকাটি করছিল। বিষয়টি নিউটাউন মার্কেটের জান্নাত হজ্জ্ব ট্রাভেলসের সত্ত্বাধিকারী হাজী আবু হানিফের চোখে পড়ে। সকাল থেকে অপরিচিত মেয়েটিকে কাঁদতে দেখে বিকালে মেয়েটির নাম জানতে চাইলে সে জানায় তার নাম শিরিনা। বাবার নাম সেন্টু মিয়া, মায়ের নাম মর্জিনা বেগম, দাদার নাম সুলতান, দাদীর নাম আমেনা বেগম, নানা মতিন মিয়া ও নানী জয়গুন।মৃদুল নামে তার একটি ছোট ভাই রয়েছে।

সে আরো জানায় গাবগলী-কালীবাড়ি-মুক্তাগাছা- ময়মনসিংহ হতে সুফিয়া নামের তার প্রতিবেশী নানীর সাথে গতকাল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। প্রতিবেশী নানী মেয়েটিকে রেখে চলে গেছে। তার এলাকার চেয়ারম্যানের নাম লেবু চেয়ারম্যান বলে জানায় সে। রাতে কোথায় যাবে কোথায় থাকবে বলে অসহায়ের মতো কাঁদতে থাকে।

মেয়েটির এ অসহায় অবস্থা দেখে তার নিরাপত্তার কথা ভেবে হাজী আবু হানিফ সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং মেয়ের বাবা-মার সন্ধান চেয়ে সোনারগাঁ থানা পুলিশ সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন। এছাড়াও আবু হানিফ মানবিক সহযোগিতা চেয়ে মেয়ের বাবা মা ও আত্মীয় পরিচিতদের দৃষ্টিগোচর করতে তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে নিজের মোবাইল নম্বর দিয়ে (০১৮১৯৮২৪১৩২) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউপির মানবিক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, হাজী আবু হানিফের মানবিক কাজে আমরা গর্বিত।

হাজী আবু হানিফ জানান, ফেসবুকে পোষ্ট দেওয়ার পরপরই ‘৯৯৯’ থেকে ফোন দিয়ে যোগাযোগ করে জানিয়েছেন মেয়েটির বাবা মায়ের সাথে যোগাযোগ করছেন এবং মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরো জানান, ৯৯৯” থেকে যোগাযোগ করাই পরপরই সোনারগাঁ থানা ও ময়মনসিংহ মুক্তাগাছা থানা থেকে আবু হানিফের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন আগামীকাল সকালে মেয়েটিকে নিয়ে যাবেন। বর্তমানে মেয়েটি হাজী আবু হানিফের হেফাজতে আছে।

আপনার মতামত জানান