আবরার ফাহাদকে নিয়ে সময়ের কবিতা

প্রকাশিত
দেশ আজ পাথর
কবি রহমান মুজিব

এইভাবে ক্রন্দনে ভেসে যাবে আবরার,

যেভাবে ভেসে গেছে সাগর-রুনি,অভিজিৎ কিংবা তনু কিংবা…
সময়ের ধুলিতে মরিচা পরে স্তিমিত হবে প্রতিবাদ আর প্রতিরোধের মশাল,

সটান ইউক্লিপটাস নুয়ে পড়বে
ভেঙে যাবে আর সবুজ হয়ে যাবে ফ্যাকাসে হলুদ

অনিয়মগুলি নিয়ম হবে আর মেনে নিতে হবে আমাদের
আকশের তারাগুলি নীল স্বপ্নরেখা হতে কারনহীন
খসে পড়ে পাথর হবে যেমন দেশ আজ পাথর,
মৃত্যুর নামফলক,এরুপ মৃত্যুফলকের তালিকায় অভিষেক হবে আমার, তোমার, আমাদের সবার
চলে যাবার আগেই ক্রন্দনে ভেসে ভেসে চলে যেতে হবে

কিছুই হবেনা,শুন্য বুক মিথ্যে আশ্বাসের দৌড়াত্যে
অপেক্ষায় অপেক্ষায় চুরমার হবে,ফের লজ্জাহীন বেড়ে উঠবে আগাছা আর পরগাছার আস্ফালন
একের পর এক নিবে যাবে বাতি…

আপনার মতামত জানান