আফগানিস্তানে তালেবানের ‘বিজয়কে’ স্বাগত জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি

প্রকাশিত

তালেবানের কাবুল পুনরুদ্ধারকে স্বাগত জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি আহমাদ বিন হামাদ আল খালিলি। এটিকে ‘স্পষ্ট বিজয়’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, আফগানিস্তানে আল্লাহর ইচ্ছায়ই বাস্তবায়ন হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

সোমবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে ওমানের গ্র্যান্ড মুফতি খালিলি আফগানিস্তান দখলে নেওয়ায় তালেবানকে স্বাগত জানান।

‘আমরা আফগানিস্তানের মুসলিম ভাইদের এই জয়ে স্বাগত জানাই। বিশেষ করে কাবুল তালেবানের পুনরুদ্ধারে অভিনন্দন। আমাদের তথা গোটা মুসলিম উম্মাহকে স্বাগত জানাই কারণ আফগানিস্তানে মহান স্রষ্টার ইচ্ছার বাস্তবায়ন হয়েছে।’

আফগানিস্তান ছেড়ে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওমানে গিয়ে আশ্রয় নেওয়ার পর গ্র্যান্ড মুফতির এ বিবৃতি এলো। ঘানি দাবি করেছেন, আফগানিস্তানে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।

বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর রোববার রাজধানী কাবুল দখল করে তালেবান। দুই দশক আগে মার্কিন নেতৃত্বধানী বাহিনীর হামলার ক্ষমতা হারানো তালেবান কাবুল পুনরুদ্ধার করতে পারাকে বিজয় হিসেবে দেখছে।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান