আজ শহিদুল্লা কায়সারের জন্মদিন

প্রকাশিত


অনলাইন ডেস্ক
শহীদ বুদ্ধিজীবী, প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহিদুল্লা কায়সারের জন্মদিন আজ। শহীদুল্লা কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি (আজকের দিনে) ফেনী জেলার মাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মায়ের নাম সৈয়দা খাতুন।

তিনি ১৯৪২ সালে প্রবেশিকা শেষ করার পর উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন ‘প্রেসিডেন্সি কলেজে’।


তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অর্থনীতিতে এম.এ পড়ার জন্য। একই সঙ্গে তিনি ‘রিপন কলেজে’ আইন বিষয়ে পড়াশুনা শুরু করেন।

১৯৪৭ সালে শহিদুল্লা কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ভর্তি হলেও এই ডিগ্রি লাভ করার আগেই পড়াশোনার সমাপ্তি ঘটান।

শহীদুল্লা কায়সার ১৯৫৬ ‘সাপ্তাহিক ইত্তেফাক’ পত্রিকায় যোগদান করেন।


এর মাধ্যমে তিনি যুক্ত হন সাংবাদিকতায়। পরবর্তীতে তিনি ১৯৫৮ সালে ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯৫৮ সালের ১৪ই অক্টোবর জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করার পর তাঁকে ১৯৬২ সাল পর্যন্ত কারাগারে আটক রাখা হয়। মুক্তি লাভ করেই তিনি ‘দৈনিক সংবাদ’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন।


‘সাপ্তাহিক ইত্তেফাক’ পত্রিকা থেকে সাংবাদিক জীবনের হাতেখড়ি হলেও তাঁর সাংবাদিক জীবনের সমস্ত কৃতিত্ব ও পরিচিতি ‘দৈনিক সংবাদ’-কে ঘিরে আবর্তিত। শহীদুল্লা কায়সার সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বামরাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন। তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সারেং বৌ, সংশপ্তকসহ বহু কালজয়ী উপন্যাসের রচিয়তা তিনি।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরষ্কার (১৯৬২), বাংলা একাডেমী পুরষ্কার (১৯৬২), স্বাধীনতা পুরষ্কার (১৯৯৮) লাভ করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাঁকে তাঁর বাসা ২৯ বি কে গাঙ্গুলী লেন থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি। শহীদুল্লা কায়সার চিরকাল বাংলার মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

আপনার মতামত জানান