আজ মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী
ঊনবিংশ শতাব্দীর সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষে আজ সকালে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে বাংলা একাডেমি।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। এদের মধ্যে রত্নাবতী, গৌরি সেতু, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, সংগীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব উল্লেখযোগ্য।
আপনার মতামত জানান