অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাত বোর্ড এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য হাসান (২৬) ও আরিয়ানকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২১ আগস্ট) বিকেলে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার হাসান মিয়া উপজেলার টেলাপাড়া এলাকার এবং আরিয়ান মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোনাব তাঁত বোর্ড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী হাসান (২৬) ও আরিয়ানকে (২৩) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব আরো জানায়, গ্রেপ্তার আসামীরা নানাবিধ অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো নানাবিধ অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে গত ৩১ জুলাই রূপগঞ্জ থানাধীন নাহাটি এলাকায় মো. রাজুকে (২৭) দলীয় বিরোধের জেরে চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে। আসামিদের রূপগঞ্জ থানায় সোপর্দ করেছে র‌্যাব।

আপনার মতামত জানান