অন্য রকম মানবতা
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ ভূপেন হাজারিকার এই অবিস্মরণীয় গানকে আবারো স্মরণীয় করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম। করোনা পরিস্থিতিতে কর্মহীন ও স্বামী পরিত্যক্ত এক প্রসূতি মা যখন তার সদ্য প্রসব করা সন্তান বিক্রি করে বাকি তিন সন্তান ও নিজের বেঁচে থাকার পথ খুজছিলেন তখনই শুভসংঘের উপদেষ্টা মানবিকতার হাত বাড়িয়ে দেন অসহায় মায়ের দিকে। গত ৫ মে নগদ দশ হাজা টাকা ও খাদ্য সহায়তা দিয়ে অসহায় মায়ের চোখে আশার আলো দেখান।
১৪ মে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেই অসহায় মা ও তার চার সন্তানের জন্য ঈদ উপহার সামগ্রী ও খেলনা নিয়ে হাজির হন উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চরের ভাড়াটিয়া ঐ অসহায় মা মনি বেগমের বাড়িতে। বিক্রি করতে চাওয়া সেই সন্তানকে নিজের কোলে তুলে নিয়ে তার প্রয়োজনীয় সকল প্রকার সামগ্রী, অন্য তিন শিশুর জন্য জামা কাপড়, মায়ের জন্য শাড়ি এবং ঈদের জন্য কয়েক প্রকার সেমাই, চিনি, পিঠা, নারিকেল, ভোজ্য তেল, লবন, পোলাও চাল, চাল, ডাল, মাছ, মাংস সহ প্রায় ৩৫ প্রকার সামগ্রী তুলে দেন অসহায় মায়ের হাতে। ঈদের জন্য অসহায় মায়ের হাতে তার সন্তানদের জন্য ঈদ সালামী দিয়ে সুখে দুখে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। বিষয়টি পাশের বাড়ির একজন মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে অন্যরকম এ মানব সেবার জন্য ইঞ্জি. মাসুমের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন-পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর কবির ও সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা লুৎফর রহমান।
এ সময় মনি বেগমের চোখে মুখে আনন্দ ঝিলিক দেখা দেয়। তিনি বলেন, অসহায় অবস্থায় আমার স্বামী আমাকে ফেলে চলে যাওয়ার পর নিজের ও তিন সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দিতে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। করোনার কারনে সব কাজ বন্ধ থাকায় সদ্য ভুমিষ্ট সন্তানসহ পরিবারের ৫ জনের আহার জোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ায় সদ্য জন্ম নেওয়া সন্তান বিক্রি করার সিদ্ধান্ত নেই। বিষয়টি চেয়ারম্যান মাসুম জেনে আমাদের পরিবারের সকলের ভরণপোষণের দায়িত্ব নেন। আল্লাহ ওনার মঙ্গল করবেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম বলেন, আমার ক্ষুদ্র সামথ্যের্র মধ্যে আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি মাত্র। সহায় তো একমাত্র আল্লাহ আমি তো উছিলামাত্র। তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসে সোনারগাঁয়ে কর্মহীন মানুষের মাঝে ২৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দিয়ে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
আপনার মতামত জানান