‘অটো পাসের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন’

প্রকাশিত

‘জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়; অতি শিঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই’ এমন দাবীতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত নগরীর টাউনহল প্রাঙ্গনসহ জেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়ে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এ সময় ‘শিক্ষামন্ত্রী করে কি, খায় দায় ঘুমায় নাকি? জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, অতি শিঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই। আমাদের দাবী মানতে হবে, অটো পাস দিতে হবে!’ এমন শ্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সরকারি জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী প্রহর আশফাক, মুসলিম হাই স্কুলের নাদিমুল হাসান ফাহিম, বয়েজ মডেল স্কুলের নিমন আহম্মেদ মুগ্ধসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। তবে, অটোপাশ দেয়া হবে কি-না বিষয়টা সম্পুর্ন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

আপনার মতামত জানান