প্রবাসীর স্ত্রীকে মারধর, প্রাননাশের হুমকি

প্রকাশিত



নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে জমি নিয়ে বিরোধে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী নুরুন নাহারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। জসিম উদ্দিনের স্ত্রী নুরুন নাহার সন্তান নিয়ে বাড়িতে একাই বসবাস করছেন এ সুযোগে গিয়াস উদ্দিন ও তার লোকজন তাকে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালাগাল করেন। গতকাল আবারো তার বাড়িতে গিয়ে মারধরের চেষ্টা চালায় এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে নুরুন নাহার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান