কাদের উদ্দ্যেশে মার্নেতিজের অশালীন অঙ্গভঙ্গি
৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের অন্যতম কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মার্তিনেজ একটি বড় সেভ করে খেলাকে টাইব্রেকারে নিয়ে যান। এরপর পেনাল্টি শুটআউটেও দুর্দান্ত ছিলেন তিনি।
অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ফাইনালে ফ্রান্সের কিংসলে কোমানের পেনাল্টি আটকে দেন। তাঁর তৈরি করা মানসিক চাপে তরুণ মিডফিল্ডার অরেলিয়ান শুয়ামেনিকে স্পট-কিকটি গোলের বাইরে মারেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও বিশেষ অবদান রেখেছিলেন এমি। এই ‘বাজপাখি’র হাতেই উঠেছে এবারের আসরের ‘গোল্ডেন গ্লাভ’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভ ট্রফিটি নিয়ে কিছুটা অশালীন অঙ্গভঙ্গি করেন। সেই সময় তাঁর কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কাতারের কর্মকর্তারা। পরে এই পুরস্কারকে তাঁর মাথার ওপরে তুলে নাড়াতে দেখা যায়। মার্টিনেজ কোনো শৃঙ্খলাসংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
আপনার মতামত জানান