‘এমন উত্তেজনায় ঠাসা ফাইনাল আগে কখনো দেখিনি’

প্রকাশিত

কাতার বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ম্যাচটির প্রতিটি পরতে পরতে ছিল উত্তেজনায় ঠাসা। আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছিল আর ম্যাচে সমতা আনছিলেন কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময়ে ২-২ ড্র।

অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা। তারপর টাইব্রেকারে জাদু দেখান এমি মার্টিনেজ।

দুই দলকেই স্নায়ুর কঠিন পরীক্ষা দিতে হয়েছে। শেষ পর্যন্ত জয়ী হয়েছে আর্জেন্টিনা। এমন এক ফাইনালে মুগ্ধ ফুটবলপ্রেমী থেকে শুরু করে ফুটবলবোদ্ধারা। যেমন সাবেক ইংলিশ ডিফেন্ডার জেমি ক্যারাঘার টুইটারে লিখেছেন, ‘সর্বকালের সেরা ম্যাচ। এই ম্যাচ দেখিয়েছে কেন ফুটবল সব খেলার সেরা। এটা একটা অলটাইম ক্লাসিক। ’

সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরার বলেছেন, ‘অবিশ্বাস্য এক ফাইনাল। এর আগে এমন কিছু আমি কখনো দেখিনি। আমার ধারণা, আমরা এমন কিছু এরপর আর দেখবও না। এটা ছিল বারবার রং বদলানোর এক ম্যাচ। ’ রিও ফার্ডিনান্ড বলেন, ‘দুটি অসাধারণ দল সমানে সমানে লড়াই করেছে, কেউ একবিন্দু পিছু হটেনি। এমন ঘটবে আমি ধারণাও করতে পারিনি। দুই দলের দুই তারকা সেটাই করে দেখিয়েছে। ’

আপনার মতামত জানান