বিদেশ যেতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন হচ্ছে উন্নয়ন মেলায়
অর্থনৈতিক প্রতিবেদকঃ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে ইচ্ছুক? তাহলে চলে আসুন উন্নয়ন মেলায়। বিশ্বের যেকোনো দেশে চাকরির জন্য চলছে রেজিস্ট্রেশন। নারী-পুরুষ সবাই সহজে পাচ্ছেন এ সেবা। রাজধানীর শেরেবাংলা নগরের আন্তর্জাতিক বাণিজ্য মেলার অস্থায়ী মাঠে বসেছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা।
এসব সেবা দিচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিদেশ যেতে ইচ্ছুকদের সহায়তায় উন্নয়ন মেলায় সবধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া এখানে ব্যাংকিং সুবিধাসহ একই ছাতার নিচে বিদেশ যাওয়ার বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।
তিনি বলেন, নারী ও পুরুষ সবাই যোগ্যতা ও পছন্দমতো পেশায় ডিজিটালাইজড পদ্ধতিতে নাম রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। এছাড়া এখানে দালালের ঝামেলা ছাড়াই সেবা পাচ্ছেন গ্রাহক।
মেলা উদ্বোধনের পর দুপুর থেকেই মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৮০০ লোকের রেজিস্ট্রেশন করা হয়েছে। মেলা চলাকালে প্রতিদিন দেড় হাজার লোকের রেজিস্ট্রেশন করা হবে। এখানে যে কেউ এ সেবা গ্রহণ করতে পারবে। এ জন্য প্রতিজনকে রেজিস্ট্রেশন বাবদ খরচ দিতে হবে ২২০ টাকা। পাশাপাশি বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। মেলায় ব্যাংকিং সেবা প্রদান করছে বেসরকারি ইসলামী ব্যাংক।
উল্লেখ্য, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬টি, কৃষি মন্ত্রণালয়ের ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের ৯টি স্টল রয়েছে। এসব স্টলে উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হচ্ছে।
আপনার মতামত জানান