সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস পালন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগষ্ট সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পলাশ কুমার সাহা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস ও সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম সহ উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তা বৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য।
উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা, দোয়া, শোকর্যালিসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিবসটি পালন করা হয়। পরে যুবকদের মাঝে যুব ঋণ, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, মাস্ক ও বঙ্গবন্ধু আত্মজীবনী বই বিতরন করা হয়।
আপনার মতামত জানান