ঐক্য ফোরাম ছাড়লেন মোশারফ ওমর

প্রকাশিত

সোনারগাঁয়ের জনপ্রতিনিধি ঐক্য ফোরাম থেকে সরে দাড়ালেন কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর। কাচঁপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম থেকে সরে দাড়ালেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোশারফ ওমর জানান, জনপ্রতিনিধি ঐক্য ফোরামের ডাকাত দলের সদস্য যেমন বারদি ইউনিয়নের হাবু ডাকাত (যিনি ওই ইউনিয়নের মেম্বার) বিএনপি, একজন সৈরাচারী সাবেক প্রেসিডেন্টের সমর্থক বৃন্দ। স্বাধীনতা বিরোধী রাজাকারদের আত্মীয় স্বজন, আওয়ামীলীগের বিতর্কিত দলছুট নেতাকর্মী যারা অনিয়মের মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বার হয়েছেন তারা এ কমিটিতে রয়েছেন। এ কারনে আমি স্বেচ্ছায় জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও চেয়ারম্যান ফোরাম থেকে সরে দাড়িয়েছি। ভবিষতেও কেউ আমাকে বিতর্কিত এ ঐক্য ফোরামে যুক্ত করতে পারবেনা। জনপ্রতিনিধি ঐক্য ফোরাম বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিক আদর্শ থেকে অনেক আগেই দুরে সরে গেছে। আমার মরহুম পিতা ওমর আলী মিস্ত্রি ছিলেন জাতির জনকের ঘনিষ্ঠ সহযোগী বঙ্গবন্ধু আমার বাবাকে স্নেহ করতেন। আমাদের পরিবার, আমার পিতার আদর্শ নিয়ে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক আদর্শ ও উপদেশ মেনে রাজনীতি করি। গনতন্ত্র ও মানুষ হত্যাকারী দল বিএনপি, রাজাকারের আত্মীয় স্বজন ও সৈরাচারী কোনো নেতার আদর্শের পন্থী কারো সঙ্গে আমার পরিবার কিংবা আমার সর্ম্পক থাকতে পারেনা। তাই আমি জনপ্রতিনিধি ঐক্য ফোরাম চিরতরে ত্যাগ করেছি।

প্রসংগত: উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে জনপ্রতিনিধি ঐক্যফোরাম গঠিত হয়। জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভাপতি জাতীয় পার্টির দলীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাধারন সম্পাদক বারদি ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক। মোগরাপাড়া ও সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানরা জনপ্রতিনিধি ঐক্য ফোরামে যুক্ত হননি। বিশেষ করে মোগরাপাড়া ও সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানরা প্রথম থেকেই জনপ্রতিনিধি ঐক্য ফোরামকে বয়কট করে বছর জুড়েই এ ফোরামের বিরুদ্ধে সমালোচনা করে আসছেন।

আপনার মতামত জানান