বাড়িয়ে দিন সহযোগিতার হাত-থানা প্রেসক্লাব
‘বাড়িয়ে দিন, সহযোগিতার হাত’ এই শ্লোগানে সোনারগাঁ থানা প্রেসক্লাব ৪৫ টি পরিবারের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করেছে। আজ রোববার সকালে সোনারগাঁ থানা প্রেসক্লাব কার্যালয়ের সামনে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও ধ্যবিত্তদের মাঝে চাল বিতরণ করা হয়।
প্রেসক্লাব সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও ৩২টি মধ্যবিত্ত পরিবারের মাঝে ১ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও প্রেসক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান মনির,
দৈনিক কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, সোনারগাঁ বার্তার সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশের খবরের প্রতিনিধি ও প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ জালাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খোলা কাগজের এম কামরুল ইসলাম, দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক নজরুল ইসলাম শুভ প্রমূখ।
প্রেসক্লাবের ক্লাবের উপদেষ্টা ও সভাপতি বলেন, মধ্যবিত্তরা লোক লজ্জার ভয়ে এমনিতেই কারো কাছে হাত পাততে পারে না। তাই আমরা ১ বস্তা করে চাল দিয়েছে যাতে একটি পরিবার ২০দিন/একমাস চলতে পারে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে নিজেদের সাধ্যমতো অন্তত একটি পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে অসহায় মানুসের করুন আর্তনাদ আর শুনতে হবে না। আসুন আমরা সাধ্যমতো বাড়িয়ে দেই সহযোগিতার হাত।
আপনার মতামত জানান