সোনারগাঁয়ে ১০ হাজার দুস্থদের তালিকা চুড়ান্ত -এমপি খোকা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার দুস্থদের তালিকা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন এমপি লিয়াকত হোসেন খোকা। আজ শনিবার সোনারগাঁয়ের ১০ হাজার কর্মহীন গরীব ও ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের তালিকা চুড়ান্ত করে উপজেলা ত্রাণ বাস্তবায়ণ কমিটি সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।
করোনা ভাইরাস পরিস্থিতির সঙ্কটের জন্য সারাদেশের কর্মহীন গরীব ও ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা কার্যক্রম গত ১৪ মে, ২০২০ বৃহস্পতিবার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, দুস্থদের তালিকা প্রস্তুত কাজে সময়ের স্বল্পতার কারনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরভায় গুটিকয়েক সুবিধাভোগীর অনিয়মের প্রেক্ষিতে প্রস্তুতকৃত তালিকায় আংশিক ত্রুটি থাকায় তালিকা মন্ত্রণালয়ে প্রেরণে কিছুটা বিলম্ব হয়েছে।
উপেজলা ত্রাণ বাস্তবায়ণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের তত্বাবধানে ১০ টি ইউনিয়নের ত্রাণ বাস্তবায়ণ কমিটির সভাপতি (ইউপি চেয়ারম্যান) ও পৌরসভার এাণ কমিটির সভাপতির (পৌর মেয়র) এবং ইউপি সচিবসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় নির্ভুল তালিকা প্রনয়ন করে তা পাঠানো হয়েছে বলে জানা যায়।
ইউনিয়ন ত্রাণ বাস্তবায়ণ বাস্তবায়ণ কমিটি সুত্রে জানা যায় সোনারগাঁয়ে ১০ হাজার দুস্থদের তালিকা প্রস্তুত কাজে সময়ের স্বল্পতার কারনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরভার প্রস্তুতকৃত তালিকায় আংশিক ত্রুটি ছিল। তালিকা চুড়ান্ত করে উপজেলা ত্রাণ বাস্তবায়ণ কমিটির সভাপতির (ইউএনও) বরাবর জমা দিলে তিনি তা সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন বলে জানা যায়।
ত্রাণ বাস্তবায়ণ কমিটির উপদেষ্টা এমপি লিয়াকত হোসেন খোকা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ত্রাণ বাস্তবায়ণ কমিটির উপজেলা সভাপতি (ইউএনও) ইউনিয়ন কমিটির সভাপতি (ইউপি চেয়ারম্যান) সহ সংশ্লিষ্ট সকল করোনা যোদ্ধাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
আপনার মতামত জানান