খাদ্য নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সোনারগাঁ পৌরসভার খেটে খাওয়া মানুষ বেশ বেকায়দায় রয়েছে। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। প্রতিদিনের খাবার সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছে তারা। এ দুর্ভোগে খাদ্য নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন।
সরেজমিন গিয়ে দেখা যায় খাসনগর দীঘির পাড়ের নিজ ভবনের ছাঁদে বসে একাই অসহায় দরিদ্র পরিবারের জন্য চাল, পিয়াজ,সাবান ও আলু প্যাকেট করছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন। রাতের বেলা প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে নিজ হাতে পৌছে দেবেন বলে জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে কাজকর্ম না থাকায় সএলাকার খেটে খাওয়া মানুষগুলো কষ্টে আছে। অনেকে লজ্জায় সমস্যার কথা বলছে না। তাদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দিচ্ছি। তাছাড়া এ দুঃসময়ে কয়েকটি পরিবারকেও যদি সহযোগিতা করতে পারি এটাই আমার স্বার্থকতা। আমি চাই ক্ষতিগ্রস্ত সবাইকে যেন একটু সুবিধা পারি। সমাজের প্রত্যেক বিত্তবানরা তার আশপাশের দু’একজনের দায়িত্ব নেয় তবে কেউ অনাহারে থাকবে না।
আপনার মতামত জানান