সোনারগাঁয়ে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষ মেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা।

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” শ্লোগানে আয়োজিত বৃক্ষমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, ইউডিএফ শাহানারা আচঁল, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এমএ জামান প্রমূখ।

এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে সাংসদ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারার প্রায় ১৪টি স্টল স্থান পেয়েছে। এছাড়া কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোনারগাঁয়ের বিভিন্ন ফলেরও প্রদশর্নী ও পিরামিড তৈরী করা হয়।

আপনার মতামত জানান