সরকারের উন্নয়নের সহযাত্রী হতে প্রয়োজন সচেতনতা-খোকা

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
‘স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং সরকারের উন্নয়নের সহযাত্রী হতে প্রয়োজন সকলের সচেতনতা’ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং ভট্রপুর সঃপ্রাঃবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা।২৭ জুলাই শনিবার দূপুর ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবু নাঈম ইকবাল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বিলকিসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি,সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান।

সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। পরে বিজয়ী দল চরগোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ দল মনাইরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়ারদের মাঝে গোল্ডকাপ এবং মেডেল প্রদান করেন।

আপনার মতামত জানান