সোনারগাঁয় তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের জনসচেতনতা সভা

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ :
বাংলাদেশে তথ্য সন্ত্রাস ভয়াবহ আকার ধারন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের উন্নয়ণ বিরোধী একটি চক্র অগ্রযাত্রায় লাগাম ধরতে, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বাঁধাগ্রস্ত করতে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে।সপ্তাহব্যাপী অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সোনারগাঁ থানা পুলিশের ওসি মনিরুজ্জামান মনির,ওসি (তদন্ত) হেলালউদ্দিন,উপপরিদর্শক আবুল কালাম আজাদ সোনারগাঁয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে নিয়মিত সচেতনতা মূলক ক্যাম্পেইনে করছেন

তথ্য সন্ত্রাসীরা মানুষের মাঝে গলাকাটা গুজব প্রচার করার কারনে ছেলে ধরা সন্দেহে নিরীহ মানুষকে হত্যা করছে। সাধারন মানুষ হত্যার মতো জগন্য অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। তাই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সচেতনমূলক ক্যাম্পাইন করেন সোনারগাঁ থানা পুলিশ। ২৩ জুলাইয়ে সোনারগাঁ সরকারি কলেজের ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ “খ” অঞ্চলের অতিরিক্ত পুলিশ খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।

সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় , ‘গুজবে কান না দিয়ে, ছেলে ধরা সন্দেহে কাউকে আটক করলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। সুন্দর আগামী বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অতুলনীয়। তাই প্রত্যেক ছাত্রছাত্রীরা সকলের মাঝে সঠিক তথ্য উপস্থাপন করে মানুষের মন থেকে বিভ্রান্তি দূর করতে হবে। দেশ পরিচালনার মতো দায়িত্ব এখনই নিজেদের হাতে তুলে নিতে হবে। মনে রাখতে হবে তোমাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব।

আপনার মতামত জানান