শোয়েবের মুখে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ভূয়সী প্রংশসা

প্রকাশিত

 

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ওয়ানডেতে সর্বচ্চ ইনিংসের রেকর্ড গড়েছে টাইগাররা। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবও ছুয়েছেন কয়েকটি মাইলফলক। বাংলাদেশের এমন ব্যাটিং পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শোয়েব আখতার। টাইগারদের ব্যাটিং দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক এই পেসার।

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই গতিদানব বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই আর দেরি করেননি; নিজের টুইটার একাউন্টে লিখেছেন মুগ্ধতার কথা। লিখেছেন, ‘কী নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের! এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।’

ওভালে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ইতিহাসেই এটি টাইগারদের সবচেয়ে বড় পুঁজি। দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচ জিততে হলে করতে হবে রেকর্ড। কেননা এত রান তাড়া করে আগে কখনো জেতেনি কোনো দল। এর আগে ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৭ রান তাড়া করে ইংল্যান্ডের সাথে জিতে আয়ারল্যান্ড।

আপনার মতামত জানান