লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
ডেইলি সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বারদী আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জের জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হোসেইন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহ্মুদা আক্তার ফেন্সি, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহবায়ক সাবেক সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের শ্রী অশোক মাধব রায়, বারদী আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে,সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ জোনাব আলী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,বারদী পুলিশ ফাড়ির ইনর্চাজ উপ-সহকারী পুলিশ কর্মকতা মিজানুর রহমান,বারদী শ্নশান কমিটির সাধারণ সম্পাদক সহদেব শিশির প্রমূখ।
নারায়ণগঞ্জের জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার আলতাফ হোসেন বলেন, বারদী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে ওয়াচ টাওয়ারের মাধ্যমে র্যাব নিরাপত্তায় থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ২ জন ম্যাজিষ্ট্রেট, পুলিশ ২০০জন, ২০০ জন আনসার সদস্য থাকবে। তাছাড়া কয়েক স্তরে নিরাপত্বার চাদরের ঢাকা থাকবে। নারী ছিনতাই রোধে নারী পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং সার্বক্ষনিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানান তিনি।
আগামী ৩রা জুন সোনারগাঁয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
আপনার মতামত জানান