কে দিলো ‘পিরিতের বেড়া, লিচুর বাগানে’

প্রকাশিত

 

সোশ্যাল মিডিয়ায় চলছে মজা আর রাজনীতির মিশ্রণ! সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোটে নির্বাচনি সমঝোতার দ্বন্দ্ব নিয়ে একটি কার্টুন ভাইরাল হয়েছে। সেটি ব্যবহারকারীদের মধ্যে হাসির ঝড় তুলেছে।

কার্টুনটিতে দেখা যায়, রাজনৈতিক বিতর্ককে মজার ফ্রেমে উপস্থাপন করা হয়েছে। সেখানে পটভূমিতে বাজছে শাকিব খান ও সাবিলা নূরের সুপারহিট গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে’। এই গানটির খোলামেলা প্রেমময় সুর আর রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে মিশে কার্টুনটি আরও হাস্যকর হয়ে উঠেছে।

কে দিলো ‘পিরিতের বেড়া, লিচুর বাগানে’

সোশ্যাল মিডিয়ায় চলছে মজা আর রাজনীতির মিশ্রণ! সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোটে নির্বাচনি সমঝোতার দ্বন্দ্ব নিয়ে একটি কার্টুন ভাইরাল হয়েছে। সেটি ব্যবহারকারীদের মধ্যে হাসির ঝড় তুলেছে।

কার্টুনটিতে দেখা যায়, রাজনৈতিক বিতর্ককে মজার ফ্রেমে উপস্থাপন করা হয়েছে। সেখানে পটভূমিতে বাজছে শাকিব খান ও সাবিলা নূরের সুপারহিট গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে’। এই গানটির খোলামেলা প্রেমময় সুর আর রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে মিশে কার্টুনটি আরও হাস্যকর হয়ে উঠেছে।

এআই প্রযুক্তি ব্যবহার করে কার্টুনটি তৈরি করা হয়েছে। সেখানে দেখা গেছে লিচুর বাগানে দাঁড়িয়ে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে এক বেড়া। সেটার অন্যপাশে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।

ইন্টারনেটে এই পোস্টটি ভাইরাল হয়েছে। ব্যবহারকারীরা কমেন্টে লিখেছেন, ‘রাজনীতি এমন মিষ্টি হতে পারে!’ আবার অনেকে লিখেছেন, ‘শাকিব-সাবিলার গান শুনেই যেন রাজনৈতিক লড়াইও হালকা হয়ে গেল।’ অনেকে আবার দলগুলোর মতানৈক্যের সমালোচনা করছেন।

মজার বিষয় হলো, গানটির সংগীতধ্বনি কার্টুনটিকে আরও প্রাণবন্ত করেছে। রাজনীতির গুরুগম্ভীর বিষয়ও কখনো কখনো ‘পিরিতের বেড়া’-র ছন্দে হাসির মধ্য দিয়ে বোঝানো সম্ভব, এমনটাই প্রমাণ করে এই ভাইরাল কার্টুন।

আপনার মতামত জানান