সোনারগাঁয়ে খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে ও বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, বারদী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন দুলু সহ বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বক্তারা বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে তিনি জেল-জুলুমের শিকার হয়েছেন এবং দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সারা বিশ্বে শোক প্রস্তাবের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে। আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত জানান