ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে সোনারগাঁয়ের সাদিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায় এবং সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সোনারগাঁ থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াত উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম একটি ইতিহাস। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
সভায় আলোচনা শেষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আমির হোসাইন উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।


আপনার মতামত জানান