কাভার্ডভ্যান চাপায় অটোচালক নিহত, অনির্দিষ্ট কালের জন্য কম্পানির গাড়ি চলাচল বন্ধ ঘোষনা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালক নিতাই বর্মণ (২৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার সামনে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এ রোডে কম্পানির গাড়ি চলাচল বন্ধ ঘোষনা করেছে ছাত্রজনতার আন্দোলনের সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ সহ সাধারন মানুষ।
নিহত নিতাই বর্মণ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের উমেষ বর্মণের ছেলে।
সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ বলেন, সোনারগাঁয়ের ব্যস্ততম এ রোডে গাড়ি চলাচলের জন্য সোনারগাঁ উপজেলা প্রশাসন একটি নির্দিষ্ট সময় বেধে দিয়েছে। কিন্তু সারাদিন গাড়ি চলাচল করলেও রহস্যজনক কারনে প্রশাসন তা প্রতিকারের ব্যবস্থা করছে না। এর ফলে উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, খাদ্যগুদাম, এসিল্যান্ড অফিস সহ স্কু লকলেজের শিক্ষার্থীর দিনের পর দিন চরম ভোগান্তি পোহাচ্ছে। অতিরিক্ত লোডের কারনে রাস্তাও ভেঙ্গে খানাখন্দে পরিনত হয়েছে। আজকে যে অটোচালক নিহত হলো তার পরিবারের পাশে কে দাঁড়াবে। একটি তাজাপ্রাণ মূহুর্তে লাশে পরিনত হয়েছে। তাই এটাই কফিনের শেষ পেরেক। আমরা ছাত্রজনতার পক্ষে প্রাণহানি রুখতে এ রাস্তায় কম্পানির সকল গাড়ি চলাচল অনির্দিষ্টকালের বন্ধ ঘোষনা করলাম। এ সময় উপস্থিত স্থানীয় জনতা এতে সমর্থন জানান।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বারী জানান, অটোরিকশাটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় সোনারগাঁ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ছিটকে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত জানান