সাংবাদিক শফিকের মায়ের মৃত্যুতে থানা প্রেস ক্লাবের শোক

প্রকাশিত


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের দরিকান্দী জাইদেরগাঁও নিবাসী মরহুম আব্দুল হামিক আলী মাষ্টারের স্ত্রী ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাজি মো. শফিকুল ইসলামের মা মোসা: মনোয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (২৩ মার্চ) ভোর ৩:৪৫ মিনিটে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন৷ তার মৃত্যুতে সোনারগাঁ থানা প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মরহুমা মনোয়ারা বেগম মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। মৃত্যুকালে ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামায বাদ জোহর (দুপুর ২ টায়) দড়িকান্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত জানান