বুয়েটের মেধা তালিকায় ৪র্থ সোনারগাঁর সাইফ

প্রকাশিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ হয়েছে সোনারগাঁয়ের সাইফ আল সাহাদ। সাইফ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জি আর ইন্সটিটিউশনের ছাত্র ও পৌরসভার লাহাপাড়া গ্রামের সন্তান। তার বাবা তারেক আহমেদ ব্যবসায়ী ও মা হাওয়া আক্তার গৃহিনী। তার এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছসিত শিক্ষক ও এলাকাবাসী।

এইচএসসি এবং এসএসসিতে উভয় পরীক্ষাতেই গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল সে। সাইফ আল সাহাদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জিআর ইন্সটিটিউশন থেকে ২০২০ সালে এসএসসি এবং ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিলেন। সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে যাচ্ছেন তিনি। নিজের এমন সাফল্যে সবার আগে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তার এই কৃতিত্বের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদানকেই বড় করে দেখছেন। তার ইচ্ছা দেশ সেরা প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

আপনার মতামত জানান