প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

প্রকাশিত



১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা দাবী আন্দোলন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা এবং উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটির পরিচিতি সভার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

আজ বুধবার (৭ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোনারগাঁয়ের একটি রির্সোটে ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের পেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত ৭১ সদস্যের কমিটির সদস্যদের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সঞ্চালনা করেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত।

সংবাদ সম্মেলনে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দীর্ঘ ২৫ বছর পর গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)। সে উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমাদের প্রস্তাবিত পূর্নাঙ্গ কমিটির তালিকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)’র কাছে জমা দেয়া হয়েছে।

আপনার মতামত জানান