অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মিঠাই সুইটসকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত মিঠাই সুইটস্ এ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কলাপাতা রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন করা হয়।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমানসহ তিতাস গ্যাস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মিঠাই সুইটসকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি চুনা তৈরির কারখানা ও কলাপাতা রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত জানান