বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হাজী আক্রাম আলী গুরুতর অসুস্থ

প্রকাশিত


সোনারগাঁ উপজেলার সাবেক আমিনপুর ইউনিয়ন ( বর্তমান সোনারগাঁ পৌরসভা) আওয়ামী লীগের সহ-সভাপতি ( ১৯৬৬-৭৩), ছয়দফা আন্দোলনের সক্রিয় কর্মী ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক হাজী আক্রাম আলী গুরুতর অসুস্থ। তাঁর সুস্থ্যতার জন্য সকলের প্রতি দোয়ার অনুরোধ জানিয়েছেন।


হাজীী আক্রাম আলী নিঃস্বার্থভাবে দলকে ভালবেসে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দিনরাত নিরলস পরিশ্রম করেছেন। তার নীতি ও আদর্শ রাজনীতির ফলেই গ্রামের যুবক ছেলেরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছেন। গ্রামটি আজ আওয়ামী লীগ গ্রাম হিসেবে পরিচিত। প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী আক্রাম আলী শুধু আদর্শবান নেতা হিসেবেই পরিচিত নন এলাকায় একজন নীতিবান ও ন্যায়বিচারক হিসেবে তার খ্যাতি রয়েছে। তবে দুঃখের সাথে তার পরিবার জানিয়েছেন দীর্ঘদিন অসুস্থ্য থাকলেও সোনারগাঁয়ের কোন নেতাকর্মী প্রবীন এ নেতার খোঁজ খবর রাখেননি।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য গাজী মুজিবুর রহমান তার পিতার সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া চেয়েছেন।

আপনার মতামত জানান