হাজী পিয়ার আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি প্রয়াত হাজী পিয়ার আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদসহ পৌরসভার ৭টি কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মরহুের পরিবারের উদ্যোগে শুক্রবার (৫ আগস্ট) বাদ জুমা মসজিদে কোরআন খতম শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এছাড়া মরহুমার রুহের মাগফিরাত কামনায় মরহুমার সন্তানের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
২০১৯ সালে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
প্রকৃত মানুষ হতে হলে আমাদের চাই পরস্পরের প্রতি অন্তরের ভালোবাসা, চাই স্নেহ, মমতা, স্বার্থপরতাহীনতা। যার পুরোটাই ছিল হাজী পিয়ার আলীর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে। ভদ্রতা ,বিনয়ী, মানবতা বোধ, অন্যকে সাহায্য করা, অন্যের ক্ষতির চেষ্টা বা ক্ষতির কামনা না করা- এসব বৈশিষ্ট্য সম্পন্ন একজন ভালো মনের মানুষ ছিলেন তিনি। অসহায় মানুষের দুর্দিনে তাদের সর্বপ্রকার আর্থিক সহায়তা, ত্রাণ ও পুনর্বাসন, চিকিৎসাসেবা ও শুশ্রূষায় এগিয়ে আসায় তিনি ছিলেন সবসময়ই অগ্রসর। তিনি নিজের আবেগ অনুভূতিকে সবার কাছে প্রকাশ না করে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করতেন। তিনি সারাটা জীবন ব্যয় করেছেন জনগণের প্রকৃত সেবায়, যেখানে ছিল না কোন স্বার্থ। হাজী পিয়ার আলী মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবীর সমস্ত দেনা মিটিয়ে অসীমের উদ্দেশ্যে চলে গিয়েছেন আজ তিন বছর হলো। ওপারে ভালো থাকুন হে মানবহিতৈষী।
আপনার মতামত জানান