সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিক্স নামে একটি সূতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, হাজিগঞ্জ, আদমজী ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৭টি ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে শান ফেব্রিক্স নামে সূতা তৈরির কারখানায় ইউনিট-১ ও ইউনিট-২ এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সূতা তৈরির জন্য মজুদকৃত তুলা থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। পরে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।
শান ফেব্রিক্সের শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও কারখানায় সূতা তৈরির কাজ চলছিল হঠাৎ করে ইউনিট-১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোন কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ইউনিট-২ এ ছড়িয়ে পরে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা কারখানার দুটি গেইট দিয়ে তাৎক্ষনিকভাবে নিরাপদে বের হয়ে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সূতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।
আপনার মতামত জানান